সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির ও লিটন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটি ভর্তি ইঞ্জিনচালিত ৩টি নৌকা, ২৮টি কোদাল ও ৩টি হ্যান্ডেল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। এসময় নৌকা থেকে ৭ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।































