Main Menu

ইউপি নির্বাচন :: সরাইলে ৯ ইউনিয়নের ১০৮ ইউপি সদস্যের শপথ

+100%-

UPSARAILমোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ সরাইলে নব নির্বাচিত ১০৮ জন ইউপি সদস্য শপথ বাক্য পাঠ করেছেন। গতকাল রোববার সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের পরই সরাইল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় অবহিতকরন সভা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় অনাঢ়ম্বর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাধন কুমার গুহ মজুমদার, মোঃ শাহিন আকন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩ জন, আ’লীগের বিদ্রোহী ৪ জন ও জাতীয় পার্টির ২ জন জয়লাভ করেন। আর সাধারন ইউপি সদস্য পদে ৯ ইউনিয়নে ৮১ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ২৭ জন নির্বাচিত হন। গত ৮ জুন ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আর ১০৮ জন ইউপি সদস্যকে গতকাল শপথ বাক্য পাঠ করান সরাইলের নির্বাহী কর্মকর্তা। পরে উপস্থিত সকল জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত অবহিতকরন সভায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম ও সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।






Shares