Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ আতশবাজিসহ গ্রেফতার ৩

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় আতসবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।

তাদের হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় আতসবাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতসবাজির মধ্যে রয়েছে— ১. Big Color আতসবাজি – ২৬০ প্যাকেট, ২. Fancy আতসবাজি – ৭০৬ প্যাকেট,
৩. Kitkat আতসবাজি – ২৭০ প্যাকেট, ৪. Colour Koti আতসবাজি – ৬২ প্যাকেট।

মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা। এছাড়া একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মালামালগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. হৃদয় খান (২৬), পিতা: মোঃ বাবুল খান, মাতা: বিলকিছ বেগম।
২. মোঃ আল আমিন (৪০), পিতা: মৃত মোঃ জমির আলী, মাতা: নেহারা বেগম; উভয়ের ঠিকানা— রাণিয়ারা বিষ্ণুপুর পূর্বপাড়া, ওয়ার্ড নং–০৭, পোঃ কুটি।
৩. মোঃ মনির হোসেন (৩৫), পিতা: মৃত মঙ্গল সদাগর, মাতা: হাসেনা আক্তার; ঠিকানা— মাইজখার উত্তরপাড়া, ওয়ার্ড নং–০৮, পোঃ মাইজখার, ইউপি: কুটি, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে






Shares