Main Menu

জাল ট্রেড লাইসেন্স ছাপানোর অপরাধে “আধুনিক প্রেস” সিলগালা এবং আটক এক

+100%-

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রেড লাইসেন্স জাল ছাপানোর অপরাধে “আধুনিক প্রেস এন্ড ডিজিটাল প্রিন্ট” নামে একটি প্রেস কারখানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সিলগালা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে শহরে ফরিদুল হুদা রোডে অবস্থিত ভগবতি এন্ড সন্স এর পিছনের গলিতে প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রেড লাইসেন্স জালিয়াতির কাজে ব্যবহারিত মনোগ্রাম সম্বলিত সিলের ট্রেসিং পেপার জব্ধ করা হয়। এসময় কারখানার এক কর্মচারি মোঃ শফিকুল ইসলামকে আটক করা হয়। ভ্রামম্যান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) মোঃ সাব্বির আহমেদ। এসময় পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, টিএসআই আবুল কাশেম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আল মাছাদ উপস্থিত ছিলেন। কারখানাটির যৌথ মালিক অভিজিত রায়, রাজন সরকার, মোঃ আলমগীর তালুকদার পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যস্ত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।