Main Menu

কোম্পানিকরণ প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবি ::ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ শ্রমিক লীগের বিক্ষোভ

+100%-

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিকরণ প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে শহরের দাতিয়ারাস্থ ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল শেষে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মো. মারুফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সহসভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিকরণের জন্য পায়তারা করছে। যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিকরণের প্রক্রিয়া বন্ধসহ জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ১১ দফা দাবি না মানা হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।প্রেস রিলিজ






Shares