Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্’র সভাপতিত্বে ও প্রভাষক আলহাজ্ব এডঃ মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডঃ নূর মোহাম্মদ জামাল, এডঃ আব্দুর ছাদেক মিয়া, অধ্যক্ষ অমৃত লাল সাহা, আলহাজ্ব এডঃ নাজমুল হোসেন, বজলুর রহমান, এডঃ সাদ উল্লাহ্ মৃধা, সাংবাদিক মনজুরুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম। প্রেস রিলিজ