Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা নাগরিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া স্কুল মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের সভাপতি তাজ মোঃ ইয়াছিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়ার উপস্থাপনায় ১৫ আগস্ট জাতির কলঙ্কময় দিনের উপর আলোচনা অংশ নেন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ, শওকত হায়াত খান, জহিরুল ইসলাম, হাজী জসিম উদ্দিন জমসেদ, সুভাষ চন্দ্র সাহা, মাহমুদুর রহমান মান্না, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তানিম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল শিপলু, সোরাফুর রহমান নাঈম, এডঃ এমদাদুল হক চৌধুরী, বারীন্দ্র নাথ ঘোষ, মোঃ আব্দুল কুদ্দুস, রুদ্র মোহাম্মদ ইদ্রিস, হাজী শফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, ফখরুজ্জামান, শাহজাহান মিয়া প্রমুখ। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সবশেষে ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রেস রিলিজ






Shares