Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায়“উইমেন সাপোর্ট সেন্টার” স্থাপন করেছে জেলা পুলিশ

+100%-
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক, সামাজিক নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনী সহায়তা, পরামর্শ প্রদান, ইভটিজিং রোধের লক্ষে “উইমেন সাপোর্ট সেন্টার” স্থাপন করেছে জেলা পুলিশ। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এই সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ ,সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, ডিআইওয়ান মোঃ মাঈনউদ্দিন খান, সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, ওসি তদন্ত মোস্তফা কামাল পাশা এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সহ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, আফম কাউসার এমরান, মোঃ আশিকুল ইসলাম, নজরুল ইসলাম শাহজাদা শিহাবউদ্দিন বিপু, উজ্জ্বল চক্রবর্তী,শাহাদাৎ হোসেন, মীর মোঃ শাহীন , শাহজাহান সাজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারীদের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। পারিবারিক সামাজিক নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা আইনী সহায়তা পরামর্শ প্রদান, সহ নারী অপরাধমূলক সমস্যা সমাধানের জন্য এবং ইভটিজিং রোধের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ উইমেন সাপোর্ট সেন্টার স্থাপন করেছে। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নারী পুলিশ কর্মকর্তা এবং নারী পুলিশদের মাধ্যমে এ সেন্টারে নারীদের সেবা প্রদান করা হবে। এতে ভুক্তভোগী নারীরা নারী পুলিশের কাছে সাচ্ছন্দ্যে এবং সহজভাবে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে পারবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই সেন্টারে বিভিন্ন অভিযোগ এবং সমস্যা সমাধান কল্পে উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় যৌতুক সহ অপহরণের মামলা বেশী। প্রাথমিক পর্যায়ে এ সব ঘটনার সমাধানের জন্য এ সেন্টার থেকে ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। যথাযথ মনিটরিং এর মাধ্যমে এর কার্যক্রম চলবে। পুলিশ সুপার আরও বলেন ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক অপরাধ রোধের লক্ষে বিশেষ করে প্রতি পাড়া মহল্লায় অপরাধ ঘাটি নির্মূলের জন্য বিভিন্ন স্কুল কলেজে সামনে ছাত্রীদের যাতায়তের পথে ইভটিজিং রোধে জেলা পুলিশ উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে প্রত্যেক পাড়া মহল্লায় কমিটি গঠন হবে। এই কমিটির মাধ্যমে সুনাগরিক দেয়া তথ্যের ভিত্তিতে মাদক সংক্রান্ত সহ বিভিন্ন অপরাধ রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করতে সিসিটিভি ব্যবহারের প্রয়োজনীতা তিনি তুলে ধরেন। তিনি অপরাধ প্রবণতা রোধে সমাজের সকল স্তরের সুনাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। পুলিশ সুপার বলেন ব্রাহ্মণবাড়িয়ায় যতদিন কাজ করবো আন্তরিক ভাবে কাজ করবো। সামাজিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উইমেন সাপোর্ট সেন্টারের সেবা পেতে হেল্প লাইন নং ০১৭৮৬৪২৯০৪৩- এ যোগাযোগ করার জন্য জেলা পুলিশ অনুরোধ জানিয়েছে।





Shares