Main Menu

ডাকাতির সরঞ্জামসহ ০৪ ডাকাত গ্রেফতার এবং কুখ্যাত সন্ত্রাসী তুলিপ গ্রেফতার

+100%-


ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ সফিকুল আলম সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-২ ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য-০২/১০/১৪ইং তারিখ ভোর ০৪.৪৫ ঘটিকার সময় উজানিশার বড় ব্রীজের ১০০ গজ উত্তরে কুমিল্লা সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর গাছ কাটিয়া রাস্তায় যানবাহনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতঃ ডাকাতি সংঘটন করাকালে হাতে নাতে কুখ্যাত ডাকাত ১। বজলুর @ বরজু (৫৩), পিতা-মৃত আব্দুল হাই, সাং-বড়চর ২। ছবির মিয়া (২৫), পিতা-মৃত জাহের মিয়া, সাং-গোকুলনগর, ৩। আল আমিন (২০), পিতা-মৃত লায়েছ মিয়া, সাং-লক্ষীপুর, সর্ব থানা-রায়পুরা, জেলা-নরসিংদী ৪। মোঃ সোহেল মিয়া (৩৫), পিতা-শেখু রুক্কু মিয়া, সাং-সুলতানপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করিয়া তাহাদের জিজ্ঞাসাবাদে তাহাদের দেখানো ও সনাক্তমতে, উক্ত ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত ০১টি গাছ কাটার হাত করাত, ০২টি রামদা, ০২টি বড় ছোট ছুরি, ০১টি দা সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে ০১টি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হইয়াছে এবং মামলা তদন্ত অব্যাহত আছে।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এ,এস,আই/কানাইলাল চক্রবর্তী সঙ্গীয় ফোর্সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী মাজেদুল আকবর  তুলিপ (৩৫), পিতা-মোঃ সবুর খান, সাং-পূর্ব পাইকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অদ্য-০২/১০/১৪ইং তারিখ সকাল অনুমান ১০.১৫ ঘটিকার সময় অত্র থানাধীন পূর্ব পাইকপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়। থানা রেকর্ড পত্র পর্যালোচনা করিয়া দেখা যায় যে, সন্ত্রাসী তুলিপ এর বিরদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ছিনতাই, চাঁদাবাজী এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলা আছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares