Main Menu

টানা ৪৮ঘন্টার হরতাল সমাপ্ত॥ হরতাল পালনে জেলা বিএনপি’র অভিনন্দন

+100%-

নির্দলীয় নিরপে তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে এবং গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ১৮ দলের ডাকা দেশব্যাপী টানা ৮৪ ঘন্টা হরতালের কর্মসূচী স্বত:স্ফুর্ত,সর্বাতœক ও সফল ভাবে পালন করায় ১৮ দলের নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের জেলা বাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতিদেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ ও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। হরতালের শেষ দিনের সকালে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,সহ সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন, দপ্তর সম্পাদক এ,বিএম মমিনুল হকের নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে দঃ কালীবাড়ী মোড়ে এসে সংপ্তি সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন এডঃ মান্নান, বাহার চৌধুরী, নজির উদ্দিন আহমেদ, আজিজুল ইসলাম, আবু শামীম মোঃ আরিফ, মাইনুল হোসেন চপল, মোঃ আজিম, জসিম উদ্দিন রিপন, মনির হোসেন, লোকমান হোসেন, এডঃ আঃ রহিম গোলাপ, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ মাসুদ,মান্না। পৌর বিএনপির সভাপতি এডঃ সফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জুর নেতৃত্বে ভাদুঘর হয়ে কাউতলী মোড়ে এসে একটি মিছিল শেষে সমাবেশ হয়। এতে  বক্তব্য রাখেন এডঃ তারিকুল ইসলাম খান রুমা, জামায়াতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সম্পাদক মোঃ জুনায়েদ, এডঃ করিম, এডঃ ইসহাক, এডঃ মালেক, এডঃ সংগ্রাম, মোঃ ছাদির, বুলবুল মুসা, শেখ হাফিজুল্লাহ, সানী, সুয়েব, মাসুদ। জেলার সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে অপর একটি সমাবেশ পুরাতান জেলখানা মোড়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোবারক মুন্সী,হাজী জাহাঙ্গীর, এডঃ সামছুজ্জামান, নুরে আলম সিদ্দিকী, হেবজুল বারী, জামাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, নিয়ামুল হক, মোঃ মাহীন, এডঃ আজম চৌধুরী, মোঃ ইলিয়াছ, এডঃ ইসমত আরা, শামীমা বাছির স্মৃতি, হুশপিয়ারা বেগম, আঙ্গুর মুন্সী, রফিকুল  হক প্রমুখ। প্রতিটি সভায় বক্তাগণ বলেন, সরকারী দলের মেয়াদ শেষেও মতার লিপ্সা সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। শেখ হাসিনা দেশের মানুষের সাথে সাংবিধানিক প্রতারনা করে চলেছে। বক্তারা বলেন জনগনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে গণদাবী কেয়ারটেকার সরকারের দাবী মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। পাশাপাশি জেলা বিএনপির শীর্ষ নেতা সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,ছাত্রদর নেতা সালাহ উদ্দিন, সাদ্দামসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত  মুক্তি দাবী করেন। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসুচী দিতে দল বাধ্য হবে। প্রেস বিজ্ঞপ্তি


Shares