Main Menu

দেড়শ ফুট দেয়াল!

+100%-

 

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক মেরিন প্রকৌশলী ও ইতালি প্রবাসীর বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে একটি প্রভাবশালী চক্র। সোমবার ভোরে শহরের মুন্সেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়,মুন্সেফ পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আবু তাহের ভূঞার ছেলে ইতালি প্রবাসী আবু সাদেক ভূঞা ও মেরিন প্রকৌশলী আবু বাকের ভূঞার পরিবারের সাথে পূর্ব পাইকপাড়া মৌজার বর্তমান দাগ-৫১৩,৫১৭ এবং সাবেক দাগ-৫১,৫২ এর একটি জায়গা নিয়ে একই এলাকায় বসবাসকারি সরাইল উপজেলার দেওড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল্লা ঠাকুর গংদের বিরোধ চলে আসছে।এ বাড়িতে অবস্থানকারি মেরিন প্রকৌশলী আবু বাকের ভূঞার মা জাহানারা বেগম বলেন,আমাদের নিজস্ব জায়গায় তারা মালিকানা দাবী করে আমাদের সাথে বিরোধ করছে।কিছুদিন থেকে চেয়ারম্যান সাইফুল্লা ঠাকুর এলাকার আরো কয়েকজন প্রভাবশালী লোককে সাথে নিয়ে জায়গার বিরোধ মীমাংসা করতে হলে মোটা অংকের টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। আমরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নানাভাবে আমাদেরকে হুমকি,ধামকি দিতে থাকে।গত রবিবার সন্ধায় তারা আবারো পুনরায় চাঁদা দাবী করে। সোমবার ভোর ৬ টার দিকে সাইফুল্লা ঠাকুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়ে আমাদের ধাওয়া করে।আমরা ভয়ে ঘরে ঢুকে পড়লে তারা আমাদের বাড়ির পূর্ব,উত্তর,দক্ষিণ দিকের ৮ ফুট উচ্চতার দেড়শ ফুট দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়।এ ঘটনার পর থেকে আমরা চরম আতংকের মধ্যে আছি।এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।






Shares