Main Menu

নয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

+100%-
নিউজ ডেস্কঃ-নয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।  সোমবার প্রকাশিত এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নয়জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।  ১৮ জুলাই স্বাক্ষরিত মাঠ প্রশাসনে নিয়োগ পাওয়া মো. নূর-উর রহমানকে মাদারীপুর, মনোজকান্তি বড়ালকে নারায়নগঞ্জ, মো. ওবায়দুল আজমকে নরসিংদী, সিদ্দিকুর রহমানকে কিশোরগঞ্জ, মো. আব্দুল মান্নানকে চট্টগ্রাম, শেখ ইউসুফ হারুনকে ঢাকা, মো. সিরাজুল ইসলামকে নোয়াখালী, মোস্তাফিজুর রহমানকে পাবনা এবং ড. কাজী আনোয়ারুল হককে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। এছাড়া উপসচিব পর্যায়ে আরও চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।  এসব কর্মকর্তার মধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-পরিচালক কৃষ্ণকান্ত বিশ্বাসকে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (এনভায়রনমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন) করা হয়েছে।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রাশিদুল হাসানকে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্ট ম্যানেজার) করা হয়েছে।  দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনারের একান্ত সচিব মো. সাইদুর রহমানকে কমিশনের পরিচালক করা হয়েছে।  বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক মো. সরওয়ার আলমকে প্রকল্প সমাপ্তির প্রতিবেদন তৈরির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।





Shares