Main Menu

সরকার ক্ষমতায় আসার পর সংবিধান থেকে আলাহর উপর আস্থা উঠিয়ে দিয়েছে

+100%-

প্রতিবেদক ॥ চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ধর্ম নিরপেতাই হল ধর্মহীনতা। তিনি বলেন, এ সরকার মতায় আসার পর সংবিধান থেকে আলাহর উপর আস্থা উঠিয়ে দিয়েছে। মুসলমান, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাহলে কি তাদের ধর্ম মানবেনা? সংবিধান থেকে আলার উপর আস্থা উঠিয়ে দেয়াই হল ধর্মহীনতা। সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেতা দিয়ে পৃথিবীর কোন দেশে শান্তি আসেনি। পুঁজিবাদী আমেরিকায় গনতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু থাকলেও তাদের দেশে গৃহহীন ও আত্মহত্যার প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

তিনি  বলেন, আমরা বার বার ধোঁকা খেতে চাইনা। তাই আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলামী আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, সারা দুনিয়াতে চোরের দিক দিয়ে আমরা ফাস্ট হয়েছি। আরেকটি দিক দিয়েও আমরা প্রথম হয়েছি। সেটি হল আবর্জনাময় শহর ঢাকা মহানগরী। পীর সাহেব বলেন, যে উদ্দেশ্যে নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। ৪২ বছরেও সেই ল্য অর্জিত হয়নি। নবুয়তের সময় পার হয়েছে। তারপরও আমাদের আশা-উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। তিনি গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার দিতে তারা এত ভয় পাচ্ছে কেন? সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই তারা তত্তাবধায়ক সরকার দিতে ভয় পাই। গত সাড়ে ৪ বছরে যদি এত উন্নয়ন করে থাকেন তাহলে ভয় কোথায়? তিনি আরো বলেন, বিএনপি, আওয়ামীলীগ মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা ইসলামী মূল্যবোধের ধারক সেজে এদের মুসলমানদের ভোট নিতে চাই। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন কারো লেজুরবৃত্তি ও দালালি করেনা। ইসলামী আন্দোলন আলাহর দালালি ও আইন প্রতিষ্ঠা করতে চাই।  জেলা আমীর মাওলানা মুসলেহ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা সেক্রেটারী গাজী নিয়াজুল করীম, মাওলানা মিনহাজুল আবেদীন প্রমুখ।






Shares