Main Menu

দৃষ্টি নন্দন পৌরসভা গঠনে নগরবাসীর সহযোগিতা চাই.. পৌর মেয়র

+100%-

“ভেবে চিন্তে খাই-অপচয় কমাই” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০১৩ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কার্যক্রম উদ্বোধনকালে ব্রাহ্মবাড়িয়ার পৌরসভার মেয়র ও মিউনিসিপল এসোসিয়েসন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মো. হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মবাড়িয়া শহরকে আধুনিক, দৃষ্টি নন্দন, পরিষ্কার পরিছন্ন শহরে রূপান্তর করতে  শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন নির্মান এবং সংষ্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার কর্মকর্তাগণ শহরকে পরিচ্ছন্ন রাখতে আন্তরিক ভাবে পরিচ্ছন্নতা কাযক্রম তদারকি করছেন। পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিত ভাবে তাদেও দায়িত্ব পালন করছে। এ কার্যক্রমের পরিপূর্ণ সুফল পেতে হলে নগরবাসীকেও সার্বিক সহযোগিতা করতে হবে। মেয়র বলেন যেখানে সেখানে ময়লা অর্বজনা ফেলার কারনে আর্বজনা পঁচে দূর্গন্ধ সৃষ্টি হয়। ড্রেনের উপর ময়লা আর্বজনা ফেলার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মশা মাছির উপদ্রব ও নানা রোগ বালাই বাড়ে। শহরের রাস্তার উপরে কাগজ, ফলের খোসা, খাবারের উচ্ছিষ্ঠ সহ নানা ময়লা আর্বজনা ফেলার কারনে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই মেয়র ব্রাহ্মণবাড়িয়া শহরকে দৃষ্টিনন্দন ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসী সকলের সার্বিক সহোযোগিতা কামনা করেন। মেয়র গতকাল সকালে শহরের রামকানাই মার্কেট সংলগ্ন বিভিন্ন রাস্তার আবর্জনা সরানোর কাজও তদারকি করেন এবং পরিচ্ছন্ন কর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল বাশার,  নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, হিসাব রণ কর্মকর্তা গোলাম কাউসার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউজিপিআইআইপি-২ প্রকল্পের ফ্যাসিলেটর ফারহানা তাহির প্রমুখ।






Shares