Main Menu

মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন.. পৌর মেয়র

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি মাত্র ৪২ বৎসরে এই স্বাধীনতা কিছু কুচক্রী মহলের হাতে নষ্ঠ হতে পারে না। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র রার জন্য সর্বপরি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপরে শক্তি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। মেয়র গতকাল সকালে পূর্ব পাইকপাড়ায় নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা কুসুম দাস সড়ক এর নাম ফলক উন্মোচন কালে এ বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি আরো বলেন এই রাস্তাটি নির্মাণের ফলে এ এলাকার মানুষের কম সময়ে শহরের প্রবেশের দ্বার উন্মোচন হলো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক এডঃ আব্দুস সামাদ, ২নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা নিরদ বরণ সাহাজী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজান আনসারী, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, নারায়ন বণিক, সুনিল রায়, খোকন সাহা, বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ননী গোপাল সেন, বিষ্ণুপদ দেব, দীপক চন্দ্র পাল, রিটন রায়, মশিউর রহমান লিটন, সবজুল মমিন তালুকদার সবুজ, দুলাল পাল, সুনিল দত্ত প্রমুখ।






Shares