Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপী কৃষি, মৎস, প্রাণি সম্পদ প্রযুক্তি মেলা শুরু

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি,মৎস,প্রাণি সম্পদ প্রযুক্তি মেলা। মেলা চলবে ৭ ই মে পর্যন্ত। স্থানীয় পৗর মুক্ত মঞ্চ মাঠে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজী প্রজেক্টের অর্থায়নে এ মেলার আয়োজন করেছে জেলা কৃষি,মৎস, প্রাণি সম্পদ অধিদপ্তর।

রোববার বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এ মেলার উদ্ভোধন করেন। উদ্ভোধনী আলোচনা সভায় জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক। আলোচনা সভার শুরুতে সাভারে নিহতদের প্রতি এক মিনিট দাড়িয়ে সম্মান জানানো হয়।পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।






Shares