Main Menu

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নিঃস্ব অসহায় মানুষের পাশে দলমত নির্বিশেষে দাড়ানোর আহবান..কামরুল ইসলাম

+100%-

প্রতিবেদক ॥ আইন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নিঃস্ব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, শুক্রবার যাদের ঘরবাড়ি সবকিছুই ছিল আজ তারা সর্বস্ব হারিয়ে নিস্ব হয়ে গেছেন। তিনি শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। এতে অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি,ত্রাণ সচিব মেজবাউল আলম, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক আবদল ওয়াজেদ, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ডাচ বাংলা ব্যাংক ৫০লক্ষ টাকা ও ৭০০ বান্ডিল ডেউটিন এবং সরকারের পক্ষ নিহত, আহতদের ও ঘরবাড়ী বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।






Shares