Main Menu

চাঁন্দপুর বাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান ভস্মীভূত ॥ ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

+100%-


সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাজারের ২৫টি দোকান ও বাজারের পাশের ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর বাজারে। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। খবর পেয়ে বুধবার সকালে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাজারের ৪টি দোকানের মালিক জিল্লুর রহমান জনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজারের একটি লন্ড্রির দোকানে প্রথমে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানসহ পার্শ্ববর্তী দোকানে। আগুনে বাজারের ২৫টি দোকান ও বাজার সংলগ্ন ৩টি বসত ঘর পুড়ে যায়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকান্ডে বাজারের ৩টি ফার্মেসী, ১টি জুতার দোকান, ১টি হার্ডওয়ারের দোকান, কয়েকটি মুদি দোকানসহ ২৫টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া চাঁন্দপুর বাজারের মুদি দোকানি বাহার মিয়া, মশিউর রহমান, আব্দুল আওয়াল ও ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসক মুছা মিয়া বলেন, আগুনে তাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তারা বলেন অগ্নিকান্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন চাকমা বলেন, অগ্নিকান্ডে বাজারের ২৫টি দোকানসহ পার্শ্ববর্তী ৩টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭০  লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি বলেন ক্ষতিগ্রস্তদেরকে সরকারীভাবে সহায়তা করা হবে।






Shares