Main Menu

ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত বেশ কিছুজন

+100%-

সুমন নূর :সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হচ্ছে।

দুপুর ১২টার দিকে শহরের টিএ রোড এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের দুই কনস্টেবল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদসহ ৬ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের কালীবাড়ি মোড় থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল নিয়ে টিএ রোডের ফকিরাপুল এলাকা অতিক্রম করার সময় সড়কের দুই পাশ থেকে মিছিলকে লক্ষ করে ৪/৫টা ককটেল বিস্ফোরিত হয়।

এসময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এসময় হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা থানার নিকট ককটেল বিস্ফোরন ঘটায়। পুলিশও তাদের ওপর লাঠিচার্জ করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে মিছিলকারীরা বিএনপি অধুষ্যিত কান্দি পাড়ায় ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আবার ৬/৭টি ককটেল বিস্ফোরিত হয়।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ছাত্রদলের দাবি, তাদের মিছিলে ছাত্রলীগ ককটেল ছুঁড়েছে। কারণ এ ককটেল বিস্ফোরণের পরপরই টিএ রোডে হরতাল বিরোধী মিছিল করে ছাত্রলীগ।


এদিকে, মঙ্গলবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে পিকেটিং করার সময় ১১জনকে আটক করেছে পুলিশ।






Shares