Main Menu

চাকরি জাতীয়করণের দাবীতে মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল, সমাবেশ

+100%-

 

মনিরুজ্জামান পলাশ : চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়।

পরে  বেসরকারী শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন- বেসরকারী শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুন নূর প্রমুখ।

সমাবেশে বক্তারা, শিক্ষকদের উপর নির্যাতন বন্ধে সরকারের প্রতি দাবী জানান। তারা বলেন, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে আমরা সে মেরুদন্ড গড়ার কারিগর। বর্তমানে বাসস্থান বাবদ ১০০ টাকা আর চিকিৎসা বাবদ ১৫০ টাকা বরাদ্ধ দিচ্ছে সরকার, এ বরাদ্ধের সমালোচনা করে শিক্ষকরা বলেন,১০০ টাকায় পাখির খাঁচাও পাওয়া যায়না। তারা সরকারকে হুশিয়ার করে বলেন, অবিলম্বে চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়ন না করা হলে ক্লাস বর্জন ও আন্দোলন আরো কঠোর করা হবে।






Shares