ব্রাহ্মণবাড়িয়া চান্দি ৪১২ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেফতার
র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে অভিযান চালিয়ে অদ্য ৩০/৪/২০১২ খ্রীঃ সকাল ০৭.০০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার সদর মডেল থানাধীন জারুইলতুলা গ্রামস্থ চান্দির নামকস্থানে পাকা রাস্তার উপর ০১টি মোটরসাইকেল যাহার নম্বর ঢাকা মে্েটা-হ-২৯৩০৩৫ এর পিছনে বাঁধা ০২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৪১২ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামঃ ১। মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-মোঃ জরু মিয়া, ২। মোঃ বাবুল মিয়া (৪৩), পিতা-কালা মিয়া, উভয় সাং-চান্দি, থানা-সদর, জেলা-বি-বাড়িয়া। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২,৫০,০০০/- টাকা। জিজ্ঞাসাবাদে আসামীগণ নিজেদেরকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে এবং দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে বলে জানায়। আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। । |
« ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ৪১২ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে গ্রেফতার »