ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যু
আবুল হাসনাত মোঃ রাফি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র নির্যাতনের ঘটনার চারমাস পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে অসুস্থ্য অবস্থায় তাঁর মৃত্যু হয়। নির্যাতনে মৃত ব্যবসায়ীর নাম ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনের মুক্তিযোদ্ধা স্টোরের মালিক-বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েদ। জানা গেছে, ২০১১ সালের ২৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী চালান অভিযান পরিচালনার সময় বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা স্টেশনে এসে রেলওয়ে স্টেশনের ওই ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে যায়। বিজিবি ক্যাম্পে নিয়ে তাদের উপর চালানো হয় নির্যাতন। পরে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করে। এদিকে আবু সায়েদের মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ব্যবসায়ীরা আজ সোমবার দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। |