Main Menu

ব্রাহ্মনবাড়ীয়া বিদ্যুৎ বিভাগে অচলাবস্থা

+100%-

সূমন নূর।।গত বেশ কিছুদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুতের  লোড শেডিং  মাত্রা ছাড়িয়ে গেছে। যখন তখন যে কোন এলাকায় কোন পূর্ব ঘোষনা ছাড়াই লোড শেডিং হচ্ছে। বিদ্যুতের  গ্রাহক সেবা সম্পর্কে রহেছে প্রচুর অভিযোগ।অভিযোগ কেন্দ্রে ফোন করলে শুধু ব্যবহৃত অবস্থার রিং বাজে।সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় রিসিভারটি ফোন থেকে তোলা।গতকাল কাজীপাড়া এলাকায় বিদ্যুৎ  না থাকার কারন জানতে চাইলে সংশ্লিষ্ট  উপ সহকারী প্রকৌশলী খূরশিদ সাহেব জানান বিকেল ৫টার পর বিদ্যুৎ অভিযোগ শোনা আমার দায়িত্ব না।ব্রাহ্মানবাড়ীয়া বিদ্যুতের  চাহিদা ১১০ মেগা ওয়াট হলেও কার্যক্ষেত্রে ৫০-৬০ ওয়াটের বেশী পাওয়া যায় না।চাহিদার এত কম বিদ্যুৎ  দিয়ে সব দিক রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে ব্রাহ্মনবাড়ীয়া বিদ্যুৎ  বিভাগের। লোড শেডিং পূর্ব  ঘোষণা না দেয়ার কারন সম্পর্কে নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান সাহেব জানান আনাকাংখিত দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপযর্য়ের  জন্য সিডিউল মানা সম্ভব হয় না।






Shares