ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়ার অবৈধ টেম্পু ষ্ট্যান্ডটি এখনো উচ্ছেদ হয়নি
শামীম-উন-বছির : শহরের মুন্সেফপাড়া পুরাতন জেলখানার পুকুরের পূর্বপাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা অবৈধ টেম্পু ষ্ট্যান্ডটি এখনো উচ্ছেদ হয়নি । এতে করে এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন দুর্ভোগ পোহাতে হচ্ছে । প্রতিদিন সকাল থেকে রাত ৭টা পর্যন্ত জেলখানার পুকুরের পূর্ব পাড়ে মাহাবুবুল হুদা রোডে লালপুর রোডে চলাচলকারী ৪০/৫০টি টেম্পু চলাচল করে । এতে করে এই রাস্তা দিয়ে চলাচলকারী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় , ব্রাহ্মণবাড়িয়া উচ্চি বদ্যালয় , রামকানাই হাই একাডেমী , আনন্দময়ী বালিকা বিদ্যালয় , মডেল গার্লস উচ্চ বিদ্যালয় , সরকারী মহিলা কলেজ ,সূর্যমূখী কিন্ডার গার্টেন ও ক্রিন্ডার গার্টেনের ছাএ ছাএীরা সহ পথচারী , রিকসারোহীরা দূভোগের শিকার হয় । রাতের বেলা পুরাতন জেলখানার বিভিন্ন স্থানে বসে মাদক সেবীরা মাদক সেবন করে । তাছাড়া এই টেম্পু স্ট্যান্ডটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি অপরাধী চক্র । জেল খানার আশপাশ এলাকার কয়েকজন বাসিন্দা জানান রাতের বেলা এখানে মাদক সেবন করে কয়েকজন মাদক সেবী মাতাল হয়ে এই রাস্তাায় চলাচল কারী লোকজনকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে । শহরবাসী অবিলম্বে এই অবৈধ টেম্পু ষ্ট্যান্ডটি উচ্ছেদের দাবী জানান । |
« বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ট্রিপল মার্ডার মামলার ট্রাইব্যুনাল প্রদত্ত ৮ জনে ফাঁসির আদেশ বহাল »