Main Menu

দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

+100%-

 

প্রতিনিধি// আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি গুলোর সফল বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খাঁন। সভায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উপর আলোচনা করেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোহাম্মদ আরজু, কবি আব্দুর মান্নান সরকার, প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলী, সহকারী অধ্যাপক মোঃ জুরু মিয়া প্রমুখ।

সভায় কবি আব্দুল মান্নান সরকারকে আহবায়ক, চাঁদ সুলতানা খানম ও জিয়া উদ্দিনকে সদস্য করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপকমিটি এবং প্রকৌশলী রফিকুল ইসলামকে আহবায়ক, সহকারী অধ্যাপক জুরু মিয়া ও প্রধান শিক্ষক সাহেদ আলীকে সদস্য করে রচনা প্রতিযোগিতার উপকমিটি গঠন করা হয়।


Shares