সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের মানববন্ধন
প্রতিনিধি:: সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মানববন্ধনের আয়োজন করেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের কাউতলী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষক ও সকল শিক্ষার্থী ‘জঙ্গীবাদ প্রকৃত মুসলিম হতে পারে না’ ‘জঙ্গীবাদ করে যারা দেশ ও জাতির শত্রু তারা’ ‘জঙ্গী ও সন্ত্রাসীদের ফাঁসি চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগানের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছানাউল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, পরিচালক এমদাদুল হক ভূঁইয়া, উপাধ্যক্ষ আক্তার ফারুক, সহকারী শিক্ষক রাজু মিয়া, বদরুন আলম, মাজহারুল আলম, শিক্ষক ইনচার্জ রাশেদা আক্তার প্রমুখ।
মানববন্ধনে অধ্যক্ষ ছানাউল হক বলেন, ইসলাম কখনও জঙ্গী হবার শিক্ষা দেয় না। আর কোনো ধর্মই মানুষ হত্যার মতো জঘন্য অপরাধকে প্রশয় দেয় না। জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। তিনি সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে এক হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান।