শাহ আলমের ত্রাণ ছয় নয়ের বিষয়টি তদন্তে জেলা প্রশাসককে মোকতাদির চৌধুরীর নির্দেশ
সরকারি সহায়তা দিতে করা হতদরিদ্রদের তালিকায় এক ধনী আওয়ামী লীগ নেতা তার স্ত্রী, মেয়ে, ভাই, বোন, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাইপো, বোনের দেবরসহ ১৩ স্বজনের নাম ঢুকিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স এন্ড ইস্ডাস্ট্রিজের পরিচালক ও ওই ওয়ার্ডের ডিলার মো. শাহ আলমকে ‘কারণ দর্শাতে নোটিশ’ পাঠিয়েছে জেলা প্রশাসক।
এর মধ্যেই এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাংসদ এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
« ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভার ঘুড়ির সুতায় মরণ ফাঁদ (পূর্বের সংবাদ)