Main Menu

ভ্রাম্যমাণ আদালত:: ইলোরা, আর্টিসান, কমলালয়, ষড়ঋতু,শুভেচ্ছো,অহনাসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা (ভিডিও)

+100%-

mobile_courtডেস্ক ২৪:: পণ্য নিয়ন্ত্রন আইনে জেলা প্রশাসন কার্যালয়ের ডিলিং লাইসেন্স না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ৯ কাপড় দোকানিকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের সড়ক বাজার ও কোর্ট রোডের কাপড়ের দোকানগুলোতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট এএসএম মুসার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কোট রোডস্থ ফরিদউদ্দিন আনোয়ার টাওয়ারে অবস্থিত অভিজাত দোকান লাইক ফ্যাশনকে ৪০ হাজার, আর্টিসানকে ৩০ হাজার, ষড়ঋতুকে ১০ হাজার ও সড়ক বাজারস্ত অহনা শাড়ি বিতানকে ২০ হাজার, কমলালয় ২০ হাজার, শাড়ীজ শাড়ি বিতানকে ১০ হাজার, ইলোরা শাড়ি বিতান ৩ হাজার, শুভেচ্ছা ২ হাজার, আচল ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ দ্বারা অনুসারে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্টে এএসএম মুসা জানান, জেলা শহরের কয়েকটি অভিজাত কাপড়ের দোকানে পণ্য নিয়ন্তন আইনে জেলা প্রশাসন কার্যালয়ের ডিলিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।






Shares