Main Menu

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও দায়ীদের শাস্তি চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

+100%-

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং নুপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূল শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

শুক্রবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব ও ছাত্র সেনা জেলা শাখা স্থানীয় প্রেসক্লাবের সামনে এই মানবনন্ধনের আয়োজন করে। এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জেলা শাখার সভাপতি নাজীম উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইসলাম উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক জাফ্যর কুদ্দুস গালেব, ছাত্র সেনার সভাপতি আমান উল্লাহ, যুব সেনার সহসভাপতি রফিকুল ইসলাম, সাদ উদ্দিন ও বাকী বিল্লাহ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ভারতে নবীজীকে নিয়ে নুপুর শর্মা ও নবীন জিন্দাল যে কটূক্তি করেছে তা কোন ভাবেই মেনে নেয়া যায়না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবী করেন বক্তারা। এছাড়াও বক্তারা বাংলাদেশ সরকারকে নীরবতা ভেঙ্গে কটূক্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে বিশ^ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।






Shares