Main Menu

জেলায় আক্রান্ত সংখ্যা ১৫শ ছাড়ালো

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৩০জন করোনা ভাইরাসে আক্রান্ত (১১ই জুলাই)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৩০জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এখন পর্যন্ত জেলায় ১৫০৫ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

শনিবার (১১ই জুলাই) রাত ৯টায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্ত নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা রিপোর্টে নতুন ১০জন ও ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ২১৫টি নমুনা রিপোর্টে নতুন ২০জনসহ জেলায় সর্বমোট ৩০জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

গত ১১ই জুলাই শনিবার রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১১জন, আখাউড়া উপজেলায় ০২জন, বিজয়নগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ০৩জন, আশুগঞ্জ উপজেলায় ০৭জন ও কসবা উপজেলায় ০৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় বর্তমানে আক্রান্ত সংখ্যা ১৫শ ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় ১৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৯৫জন, আখাউড়া উপজেলায় ১১৩জন, বিজয়নগর উপজেলায় ৫২জন, নাসিরনগর উপজেলায় ৭৩জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১১১জন, নবীনগর উপজেলায় ২৪৯জন, সরাইল উপজেলায় ৯৮জন, আশুগঞ্জ উপজেলায় ১০৫জন ও কসবা উপজেলায় ২০৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলার নতুন ২৭জন সুস্থ হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ৫৫২জন সুস্থ হয়েছেন। আজকে সরাইলে ১জন মারা গেছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৫জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৯২৬জনের মধ্যে সেলফ আইসোলেশনে ৮৬৭জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন হাসপাতালে ৫৯ জন চিকিৎসা পাচ্ছে। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৭৪৯জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৯জন আছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি উপজেলার পিসিআর বুথ ও মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১২০২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১১৬০২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৫০৫ জন আক্রান্ত হয়েছে৷






Shares