ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি প্রযুক্তি মেলা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাঁচদিনব্যাপী জেলা কৃষি প্রযুক্তি মেলা গত বৃহস্পতিবার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে শুরু হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু নাছের। মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তির ২১টি স্টল খোলা হয়।
« পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পায়নি কানাডিয়ান আদালত (পূর্বের সংবাদ)































