জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯৩ জন
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৬০ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২৩জন সহ নতুন ৬০জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার (২৭ই জুন) রাতে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৮টি নমুনার রিপোর্টে ও ঢাকা পিসিআর ল্যাব থেকে ২১০টি নমুনার রিপোর্টে জেলায় নতুন করে ৬০জন করোনায় আক্রান্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, গত ১৯ই জুন থেকে ২৭ই জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে ৩১৮টি করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে এখন পর্যন্ত ১১৬টি রিপোর্ট করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত এপ্রিল থেকে চলতি মাসের ১৬ই জুন পর্যন্ত ঢাকা পিসিআর ল্যাব থেকে ৭৩৪৮টি করোনা ভাইরাসের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা পিসিআর ল্যাবের রিপোর্টে ৬৭৭টি রিপোর্ট করোনা ভাইরাস পজিটিভ এসেছে। জেলায় এখন পর্যন্ত ৭৮২৪টি করোনা ভাইরাসের রিপোর্টে ৭৯৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শুধু শুক্রবারের পিসিআর রিপোর্টে জেলায় ৬০ জন করোনা ভাইরাস পজিটিভ আসছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২৩ জন, আখাউড়া উপজেলায় ১জন, বিজয়নগর উপজেলায় ২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৮জন, নবীনগর উপজেলায় ১০জন, আশুগঞ্জ উপজেলায় ১১জন ও সরাইল উপজেলায় ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ ২৬ই জুন পর্যন্ত জেলায় ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৫২ জন, আখাউড়া উপজেলায় ৪৭ জন, বিজয়নগর উপজেলায় ২২ জন, নাসিরনগর উপজেলায় ৩৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৬৭ জন, নবীনগর উপজেলায় ১২৩ জন, সরাইল উপজেলায় ৫২ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১ জন ও কসবা উপজেলায় ১৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৭ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ১৩২ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৯জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৯২ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৮৯৮৫ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৭৮২৪ জনের রিপোর্টে ৭৯৩ জন আক্রান্ত হয়েছে৷