Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

+100%-
001-copy3-800x450ডেস্ক ২৪ঃঃ  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত ২৮ মে পঞ্চম দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ১১টির মধ্যে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।একটিতে  নির্বাচিত হয়ছেন স্বতন্ত্র  প্রার্থী।।

১ নাটাই (দঃ)- মোট ভোট ১৮৬৭৯, বিজয়ী প্রার্থী- মোঃ নাজমুল হক (স্বতন্ত্র ) ৮০৭০, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ শাহ আলম (আওয়ামীলীগ বিদ্রোহী) ৬৭৫৫।

২ তালশহর (পূর্ব)- মোট ভোট ১৫৭৯৯, বিজয়ী প্রার্থী- মোঃ এনামুল হক (আওয়ামীলীগ) ৭১৫৭, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ মনিরুল ইসলাম (স্বতন্ত্র  /ইসলামী ঐক্যজোট) ৫৭৩৮।

৩ নাটাই (উঃ)- মোট ভোট ১৯৬৪৭, বিজয়ী প্রার্থী- মোঃ হাবিবুল্লাহ বাহার (আওয়ামীলীগ) ১৩২৪২, নিকটতম প্রতিদ্বন্দী- আবুল বাশার (বিএনপি) ৯৩০।

৪ সাদেকপুর- মোট ভোট ১৩০০৫, বিজয়ী প্রার্থী- একেএম আঃ হাই (আওয়ামীলীগ) ৬২১৭, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ জহিরুল ইসলাম চৌধুরি (বিএনপি) ২৩৯০।

৫ বুধল- মোট ভোট ১৬২৬২, বিজয়ী প্রার্থী- মোঃ আঃ হক (আওয়ামী লীগ) ৭৮৫৪, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ আঃ হামিদ (আওয়ামী লীগ বিদ্রোহী) ৬১৭৮।

৬ মজলিসপুর- মোট ভোট ১৮৫৭৪, বিজয়ী প্রার্থী- মোঃ আজুল ইসলাম (আওয়ামীলীগ) ৯২৮৬, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ কামরুল হাসন (বিএনপি) ৪৮৬২।

৭ সুহিলপুর (দঃ)- মোট ভোট ২৫৮৬৮, বিজয়ী প্রার্থী- আজাদ হাজারী (আওয়ামীলীগ) ১৩৭২৩, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ আজিজুর রহমান লিটন (মুসলিম লীগ) ৫৫৮৭।

৮ রামরাইল- মোট ভোট ২০৯২৩, বিজয়ী প্রার্থী- শাহাদাত খান (আওয়ামীলীগ) ১১৪৩৯, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ মশিউর রহমান সেলিম (আওয়ামী লীগ বিদ্রোহী) ৩৯০২।

৯ সুলতানপুর- মোট ভোট ২০০৬১, বিজয়ী প্রার্থী- ফিরোজুর রহমান (আওয়ামীলীগ) ১১১৩৫, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ জসিম উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ২০৫৪।

১০ বাসুদেব- মোট ভোট ২৪১২৬, বিজয়ী প্রার্থী- এম আলম ভূইয়া (আওয়ামীলীগ) ১৫৩৪৫, নিকটতম প্রতিদ্বন্দী- লিয়াকত আলী ভূইয়া (বিএনপি) ৮১৭।

১১ মাছিহাতা- মোট ভোট ২৬৪৯৪, বিজয়ী প্রার্থী- আল আমীন (আওয়ামীলীগ) ১৭৯১৮, নিকটতম প্রতিদ্বন্দী- মোঃ সাব্বির আহমেদ খান (বিএনপি) ২৬৩১।

 






Shares