Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ‘অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪’

+100%-

অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪’। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অদ্বৈত গ্রন্থমেলার আহবায়ক কবি মো. আ. কুদদূস, পুরস্কার কমিটির আহবায়ক কবি জয়দুল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ও প্রচার কমিটির আহবায়ক মো. মনির হোসেন।

মেলায় ২০টি বইয়ের স্টল থাকবে। অনুষ্ঠানমালায় প্রতিদিন থাকবে আলোচনা, কবিকন্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, বাউল আসর, নাটক। সমাপনী দিনে ‘অদ্বৈত সাহিত্য পুরস্কার’ পাবেন অদ্বৈত গবেষক অধ্যাপক শান্তনু কায়সার (মরণোত্তর)। ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিল্পীদের উপস্থিতি মেলাকে সমৃদ্ধ করবে।






Shares