প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম) সেবা পেলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম(প্রেসিডেন্ট পুলিশ মেডেল) লাভ করেছেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম) সেবা পেয়েছেন। পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া’কে পিপিএম-সেবা পদক পড়িয়ে দেন।
উল্লেখ্য, প্রতি বছর বিষেশ অবদানের জন্য সরকারের পক্ষ থেকে পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডাল) ও বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক প্রদান করা হয় । সাহসিকতা ও সেবা এ দু’টি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হয়। এবছর ১৩২ জনকে পদক দেওয়া হয়।
এবার বিপিএম সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন ২৬ জন, আর বিপিএম সেবার জন্য ২৪ জন। অন্যদিকে পিপিএম সাহসিকতার জন্য ৪১ ও পিপিএম সেবার জন্য ৪১ জন পুরস্কার পাচ্ছেন । পুরস্কার বিজয়ীদের মধ্যে ৪৬ জন ঢাকা মহানগর পুলিশ ও ১৮ জন র্যাবের সদস্য রয়েছে ।