Main Menu

টিএলসিসি’র সভায় পৌর মেয়র নায়ার কবির

পৌর এলাকার উন্নয়নে টিএলসিসি’র সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

+100%-

নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর ত্রৈমাসিক সভা রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টিএলসিসি’র সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসার, টিএলসিসি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্, সাবেক কাউন্সিলর সুভাষ দাস, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন, পৌর কাউন্সিলর জামাল হোসেন, এম এ মালেক, ওমর ফারুক জীবন, ফারুক মিয়া, ফারুক আহমেদ, শাকিল, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, দেওয়ান আবেদুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার পরিচ্ছন্নতা, যানজট নিরসন, মশক নিধন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সহায়তা, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও চলতি বছরে রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স নবায়ন, পৌর নাগরিকদের চলাচলের সুবিধার্থে ফুটপাত উচ্ছেদে পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহনকারী সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র বলেন, পৌর এলাকার উন্নয়নে টিএলসিসি’র সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে মানুষকে সেবা দিতে হবে, তারা যেন আপনাদের সেবা নিয়ে অভিযোগ করতে না পারে। সকলের সহযোগিতায় সেবার দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares