পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৯ সদস্য র্যাবের হাতে আটক
পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। তারা পাসপোর্ট অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য। এ সকল দালারা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
রবিবার রাত সাড়ে নয়টায় লিখিত বক্তব্যে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোহাম্ম আক্কাছ আলী গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দালাল চক্রের সদস্য মোঃ সুজন মিয়া, মোঃ সোহাগ মিয়া, মোঃ মোজাম্মেল, মোঃ রাসেল মিয়া, কাজী অলীউল্লাহ, মোঃ রাকিব মিয়া, মোঃ আতিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিন আহমেদ, আমজাদ খানকে আটক করে র্যাব।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ আব্দুল্লাহ আল বাকী আটককৃতদের মধ্যে ৮ জনকে ১ মাস করে এবং এক জনকে ১৫ দিনের সাজা প্রদান করেন। দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব।