Main Menu

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহীনির প্রায় ১৫০০ সদস্য নিয়ে চার স্তরের নিরাপত্তা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহীনির প্রায় ১৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সাজোয়া যান নিয়ে মহড়াও দিয়েছে তারা। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রায় ৮০০ পুলিশ সদস্য দ্বায়িত্ব পালন করবেন। এর মধ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, খাগড়াছড়ি জেলা পুলিশ ও এপিবিএন সদস্য এবং সাদা পোষাকের সদস্য রয়েছে। এছাড়া ৪৩২ জন আনসার সদস্য, ৪৮ জন গ্রাম পুলিশ, ২৪০ জন বিজিবি সদস্য, ও র‌্যাবের ২৭ জন সদস্য দ্বায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার লক্ষ্যে পুলিশের ১৬টি মোবাইল টিম, ১২ টি স্ট্রাইকিং টিম, ৭ টি স্ট্যান্ডবাই টিম, ১২টি চেকপোস্ট ও দুইটি নৌটিমে বিভক্ত হয়ে কাজ করবে। এছাড়াও মোট ২৫ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনে দ্বায়িত্ব পালন করবেন।






Shares