Main Menu

গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

+100%-

shahডেস্ক ২৪:: গত বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে হাজেরা বেগম (২৮) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহত হাজেরা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে পাইকপাড়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, অটোরিক্সা চালক নুরুল আমিন তার স্ত্রী সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে নুরুল আমিনের সাথে হাজেরার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নুরুল আমিন হাজেরাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে সকালে নুরুল আমিন জেলা সদর হাসপাতালে হাজেরার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

সদর মডেল থানা পুলিশ জানায়, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করেই তাকে হত্যা করা হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এঘটনায় নিহতের স্বামী নুরুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।






Shares