Main Menu

করোনা মোকাবেলায় মাস্ক পরিধানের গুরুত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পেইন

+100%-

চলমান করোনাকালীন পরিস্থিতিতে মাস্ক পরিধানের গুরুত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে “নো মাস্ক, নো সার্ভিস” বিষয়ক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার সেন্দা গ্রামস্থ ডিসি পার্কে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউল হক মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এ সময় বক্তারা বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। করোনার সংক্রমণরোধে মাস্ক পরিধানের গুরুত্ব ব্যাপক। এতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুকি অনেকাংশে কমে যায়। তাই সকলকে মাস্ক পরিধানের আরো বেশী সচেতন হতে হবে।

এদিকে কর্মশালার আগে জেলা প্রশাসক সদর উপজেলার সেন্দা গ্রামে ১৮ একর জায়গার উপর প্রতিষ্ঠিত ডিসি পার্কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Shares