Main Menu

উন্নয়ন যেন পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর রেখে কাজ করছে পৌর পরিষদ- পৌর মেয়র

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, ডাম্পিং স্টেশন নির্মাণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে। নগরের উন্নয়নে সকল পদক্ষেপই যাতে পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর রেখে বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর নগরীকে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সকল শ্রেণী পেশা ও প্রত্যেক সচেতন মানুষের পরামর্শ। একটি সুপরিকল্পিত উদ্যোগ ও পরামর্শই পারে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করতে। আর এ লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছি।

তিনি রোববার সকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছয়বাড়িয়ায় ডাম্পিং স্টেশনের নির্ধারিতস্থানে মাটি ভরাট কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. কামরুজ্জামান অপু প্রমুখ।






Shares