Main Menu

আনন্দ মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

+100%-

“একজন ক্রীড়াবিদ দেশের রাষ্ট্রদূত” শ্লোগানে প্রয়াত দানবীর অন্নদা চরণ রায় প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র সরকারি বালক শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪খ্রি: আনন্দ মুখর পরিবেশে ৫ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ের নিজস্ব স্থান বোর্ডিং মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক ফরিদা নাজমীন এর সভাপতিত্বে সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়াবিদদের মাঠ পরিভ্রমণে অভিবাদন গ্রহণ এবং বর্ণিল বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আরও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তনু চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। মোট ১০৮টি ইভেন্টে প্রায় এক হাজার ছাত্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৩৪২ জন প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাধ্যমিক শিক্ষার নতুন কারিকুলাম অনুসরণ করে যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ নিজ মেধার পরিচয় দিয়ে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করার পাশাপাশি ক্রীড়ায় দেশ বিদেশে অতীত ও বর্তমানের মতো অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য সুনাম বজায় রাখার জন্য ছাত্রদের প্রতি আহবান জানান। সার্বিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাকিব ছোটন। অন্যান্য সহকারী শিক্ষকগণ বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র, অভিভাবক, আমন্ত্রিত সাংবাদিক, অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেক জেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণ অতিথিদের ক্যাপ ও সম্মানসূচক উত্তরীয় পড়িয়ে দেন এবং উপহার প্রদান করেন।






Shares