Main Menu

Saturday, June 15th, 2019

 

বাংলাদেশ ফোরাম কাতার-এর ১ম বার্ষিকীতে কাতারি ও বাংলাদেশী উদ্যোক্তদের সম্মাননা প্রদান

এ.কে.এম.আমিনুল হক,দোহা, কাতার::  ১২ই জুন দোহায় একটি পাঁচ তারকা হোটেল ক্রাউন প্লাজায় বাংলাদেশ ফোরাম কাতার (বিএফকিউ) ” পার্টনার্স অফ বাংলাদেশ” শিরোনামের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে  কাতারে বাংলাদেশীদের কর্মসংস্থান ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে   অবদান রেখেছে এরকম কাতারি ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশী উদ্যোক্তাদেরও স্বীকৃতি প্রদান করে এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ।  অনুষ্ঠানে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এবং পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএফকিউর সদস্য কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: কাজী এবং কাতার গ্যাসে কর্মরত প্রকৌশলী তাসমিয়া প্রিয়াঙ্কা।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব আশুদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোটবিস্তারিত


নবীনগরে এক অসহায় মুক্তিযোদ্ধা সন্তানকে তার ভিটে মাটি থেকে উচ্ছেদের পায়তারা

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের প্রবাসী খায়ের মিয়ার স্ত্রী,তিন সন্তানের জননী ও অসহায় মুক্তিযোদ্ধা সন্তান মমতাজ বেগমকে তার ভিটে মাটি থেকে উচ্ছেদের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।্ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালিয়েছে অসহায় মমতাজ বেগমের বাড়িতে। এ বিষয়ে মমতাজ বেগম নবীনগর থানায় অভিযোগ দাখিল করতে এসে প্রতিপক্ষের দেওয়া উদ্দেশ্য প্রনোদিত মামলায় গ্রেফতার করা হয় তাকে। স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত টাকা লেনদেনের বিষয় নিয়ে প্রতিবেশি সুমি আক্তারের সাথে বিরুদের সৃষ্টি হয় মমতাজ বেগমের। সে বিরুদ যাতে সংঘর্ষে রূপবিস্তারিত