Monday, July 22nd, 2013
ঈদকে সামনে রেখে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি
শামীম উন বাছির : ঈদকে সামনে রেখে শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত রোজার শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রতিবছর রোজার শুরু থেকে চান রাত পর্যন্ত বিভিন্ন জেলায় পরিস্থিতির অবনতি হলেও এবার তা হবে না বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা সূত্রে জানা গেছে।জানা যায়, শহরের প্রায় সবগুলো মার্কেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বছরের অন্যান্য সময়ের তুলনায় রোজার মাসে পাঁচগুন বাড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি শহরের যেসব এলাকায় ঈদকে সামনে রেখে ছিনতাই, পকেটমারের সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যায় সেসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা দ্বিগুন বাড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াবিস্তারিত
নয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
নিউজ ডেস্কঃ-নয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার প্রকাশিত এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নয়জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। ১৮ জুলাই স্বাক্ষরিত মাঠ প্রশাসনে নিয়োগ পাওয়া মো. নূর-উর রহমানকে মাদারীপুর, মনোজকান্তি বড়ালকে নারায়নগঞ্জ, মো. ওবায়দুল আজমকে নরসিংদী, সিদ্দিকুর রহমানকে কিশোরগঞ্জ, মো. আব্দুল মান্নানকে চট্টগ্রাম, শেখ ইউসুফ হারুনকে ঢাকা, মো. সিরাজুল ইসলামকে নোয়াখালী, মোস্তাফিজুর রহমানকে পাবনা এবং ড. কাজী আনোয়ারুল হককে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। এছাড়া উপসচিব পর্যায়ে আরও চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে পদ্মা বহুমুখী সেতুবিস্তারিত
সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় রাত ১০ টায় এমটি তৈলবাহী সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনের ২টি বগি লাইনচ্যুত ॥ সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ।কুলাউড়া জংশনের রেলওয়ের কর্মকর্তা আতাউর রহমান জানান, সিলেট থেকে তৈল শুন্যূ করে চট্রগাম যাবার পথে ভাটেরা নামক স্থানে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ রয়েছে স্বাভাবিক হতে রাত ১২ টা থেকে ১ টা বাজতে পারে বলে জানান তিনি।
তিস্তা চুক্তি করতে উদগ্রীব হাসিনা: আজকাল
স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা: বাংলাদেশে আগামী বছরের সংসদ নির্বাচন। ভোটের আগে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করে ফেলতে উদগ্রীব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে কথা বলতে তিনি দিল্লি পাঠাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনিকে। সোমবার এই খবর দিয়েছে ভারতের কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘আজকাল’। আজকাল লিখেছে, ঢাকায় রমজান মাসে ইফতারের আয়োজনে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। উদ্দেশ্য রাজনৈতিক প্রচার। জামায়াতে ইসলামীর আয়োজনে গত সোমবার ইফতারে হাজির হয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া জনসাধারণের উদ্দেশে ডাক দিয়েছেন, বিদেশী রাষ্ট্রের দালালদের আর ক্ষমতায় আনবেন না। ওই দালালরা ইসলামকে ধ্বংসের চক্রান্ত করছে। জামায়াতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন ১৮বিস্তারিত
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর গতকাল (২২ জুলাই) সোমবার কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে মহা পবিত্র রমজান মাসে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা উন্নয়ন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কসবা পুরাতন বাজার জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত পবিত্র রমজান মাসে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা উন্নয়ন, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান,কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াছ,কসবা থানা অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার,কসবা উপজেলাবিস্তারিত
শত চেষ্টায় ও শহরকে যানজটমুক্ত করতে ব্যর্থ পুলিশ প্রশাসন
প্রতিবেদক : অনেক ঢাল-ঢোল পেটানো সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়া শহরকে যানজটমুক্ত করতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। ট্রাফিক আইন না মানা এবং একশ্রেণীর অসাধু ট্রাফিক পুলিশের কারনে বারবার হোঁচট খাচ্ছে পুলিশ সুপারের উদ্যোগ। সর্বশেষ পুলিশ সুপার রমজান মাসে শহরকে যানজটমুক্ত করার ঘোষনা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ব্রাহ্মণবাড়িয়া ছোট্ট শহর হলেও জনসংখ্যার চাপ প্রকট। বিশেষ করে রমজান, ঈদ এবং পূজায় শহরে ব্যাপক লোকের সমাগম ঘটে। জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন কেনাকাটার জন্য এখানে আসে। ফলে বাড়তি চাপ সৃষ্টি হয়। বিষয়টি মাথায় রেখে রমজান শুরুর পূর্বে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথেবিস্তারিত
ভালো নেই এক-এগারোর কুশীলবরা
ডেস্ক ২৪: ওয়ান-ইলেভেনের কুশীলবরা। এদের কয়েকজন আছেন যুক্তরাষ্ট্রে, কেউ অস্ট্রেলিয়ায় আর কেউবা দুবাইতে। কেউ ভীষণ অসুস্থ কেউবা অর্থ সঙ্কটের কারণে সাধারণ কাজ করছেন। এই মুহূর্তে কেউই দেশে ফেরার চিন্তাও করছেন না। সর্বশেষ ৫ সিটি করপোরেশন নির্বাচনের ফল তাদের ভাবিয়ে তুলেছে। বিএনপি-জামায়াত জোট পুনরায় ক্ষমতায় এলে তাদের আইনের মুখোমুখি দাঁড়াতে হয় কি না এই নিয়ে উদ্বিগ্ন তারা। অথচ দাপুটে এসব কর্তার ভয়ে এক সময় ‘বাঘে-মহিষে’ এক ঘাটে পানি খাওয়ার মতো অবস্থা ছিল রাজনীতিকদের। ওয়ান-ইলেভেনের প্রধান রূপকার সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ জটিল রোগে আক্রান্ত। সেনাপ্রধানের পদ থেকে অবসরের পর ২০১১বিস্তারিত
নির্বাচনের ব্যয় বিবরণী জমা না দেয়ার অভিযোগ ১০ চেয়ারম্যান প্রার্থী কারাগারে
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ১০ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিগত উপজেলা পরিষদের নির্বাচনের ব্যয় বিবরণী জমা না দেয়ার অভিযোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়া মূখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসামী পরে আইনজীবি অ্যাডভোকেট শিব শংকর দাস জানান, সোমবার মূখ্য বিচারিক হাকিম শফিউল আজম তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তাদের মধ্যে নবীনগরের সাত জন চেয়ারম্যান ও দুই জন ভাইস চেয়ারম্যান এবং আশুগঞ্জ উপজেলার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন । এরা হলেন- নবীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মলাই মিয়া, গোলাম শাহরিয়ার, মোস্তাকবিস্তারিত
নবীনগর পৌর এলাকায় চুরি
এস এ রুবেল : নবীনগর পৌর এলাকার ভোলাচং পালপাড়ায় রবিবার ২১/৭ রাতে চুরির ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্নালঙ্কার মোবাইল ফোন সেট সহ ২ লক্ষ টাকার মালামাল খোয়া যায়।এলাকার দরিদ্র হকার সুনিল চন্দ্র পাল জানায়, গতকাল রাতে ঘড়ের সিধ কেটে চোর ঘড়ে প্রবেশ করে নগদ টাকা, স্বর্নালঙ্কার মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।গৃহকর্তী সুনিল পালের স্ত্রী কান্না জড়িত কন্ঠে জানায়, গতকাল ব্রাক থেইক্কা কিস্তির টেহা আইন্না ঘড়ে রাখছিলাম, হেই টেহা আমার চুরি হইয়া গেল। এহন আমি চলুম কেমনে, আর কিস্তি চালামু কেমনে।
সরাইলে মাজারের নামকরণ নিয়ে দু দলের সংঘর্ষে ৩০ জন আহত
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গুনাউর গ্রামে মাজারের নামকরণ নিয়ে দুদলের সংঘর্সে ৩০ জন আহত হয়েছে । রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে সরাইল সদরের গুনাউর গ্রামের একটি মাজারের নামকরণ নিয়ে মিজান মিয়ার দল ও মোখলেছ মিয়ার দলের মধ্যে বাদানুবাদ পরে তা ঘন্টাব্যাপী সংঘর্সে রূপ নেয়। এতে ৩০ জন আহত হয়েছে । আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থানায় ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানায়, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । এলকায় পুলিশ মোতায়ন আছে ।