Main Menu

নবীনগর পৌর এলাকায় চুরি

+100%-


এস এ রুবেল : নবীনগর পৌর এলাকার ভোলাচং পালপাড়ায় রবিবার ২১/৭ রাতে চুরির ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্নালঙ্কার মোবাইল ফোন সেট সহ ২ লক্ষ টাকার মালামাল খোয়া যায়।
এলাকার দরিদ্র হকার সুনিল চন্দ্র পাল জানায়, গতকাল রাতে ঘড়ের সিধ কেটে চোর ঘড়ে প্রবেশ করে  নগদ টাকা, স্বর্নালঙ্কার মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়।
গৃহকর্তী সুনিল পালের স্ত্রী কান্না জড়িত কন্ঠে জানায়, গতকাল ব্রাক থেইক্কা কিস্তির টেহা আইন্না ঘড়ে রাখছিলাম, হেই টেহা আমার চুরি হইয়া গেল। এহন আমি চলুম কেমনে, আর কিস্তি চালামু কেমনে।


Shares