Main Menu

বহুল আলোচিত “আইএম জিপিএ ফাইব” ভুয়া। ছিল মাত্র GPA- 2.95

+100%-

mmdhw-1464925823-e40f44e_xlarge

রাকিব
বহুল আলোচিত “আইএম জিপিএ ফাইব” খ্যাত রিয়াজ মাহমুদ রাকিব GPA-5 প্রাপ্ত ছিলনা। স্কুল থেকে তার গ্রেডিং পয়েন্ট জানা গেছে। তার প্রাপ্ত GPA ছিল মাত্র – 2.95 মাত্র।
তেজগাঁও সরকারী হাই স্কুলের এই শিক্ষার্থী নিয়মিত ছাত্র ছিল না। তার টেস্ট পরীক্ষার ফলও সন্তোষজনক ছিল না, দুবছর দশম শ্রেণিতে থাকার পর তাকে বিশেষ বিবেচনায় এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেওয়া হয়েছিল। স্কুলটির প্রধান শিক্ষক শাহরিন খান রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।

mmdhw-1464925843-d478d35_xlarge

রাকিবের প্রাপ্ত জিপিএ

জানা গেছে, রিয়াজ মাহমুদ রাকিব তেজগাঁও এলাকাতে বসবাস করেন। তার বড় ভাইয়ের নাম রাসেল মাহমুদ।

তেজগাঁও সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক প্রতিবেদকের তীব্র সমালচনা করে বলেন, কিভাবে মাছরাঙ্গা টিভি এ ধরনের অনুষ্ঠান করতে পারলো? কেন এই ছেলের সাক্ষাৎকার প্রকাশ করে প্রতারনা করলো? আমাদের সহায়তা নিলে যারা জিপিএ-৫ পেয়েছিল তাদের সাক্ষাৎকার নেওয়া ব্যবস্থা করে দেওয়া যেত। যে সব ছেলে-মেয়ে জিপিএ-৫ পায় তারা তো এত সহজ প্রশ্ন ভুল করার কথা না।


Shares