Main Menu

নবীনগরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল জীবন্ত পুতুলের নগ্ন নৃত্য

+100%-

এস.এ.রুবেল,(নবীনগর)প্রতিনিধি: ‘নবীনগরে বানিজ্য মেলায় প্রশাসনকে ম্যানেজ করে পুতুল নাচের নামে চলছে অশ্লীল নৃত্য। অভিভাবকদের মেলা বন্ধের দাবী’  শিরোনামে একটি সংবাদ গতকাল অনলাইন পোর্টাল ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডট কমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পরই স্থানীয় প্রশাষনের টনক নড়ে।
আজ সকালে প্রশাসনের পক্ষ হতে পুতুল নাচের নামে নগ্ন নৃত্য বন্ধের নির্দেশ দেওয়া হয়।
উল্লেক্ষ্য, গত পহেলা বৈশাখ থেকে নবীনগরে  মাস ব্যাপি বানিজ্য মেলা শুরু  হলে মেলায় আয়োজক কমিটি পুতুল নাচের নামে জ্যান্ত পুতুলের নাচ দেখিয়ে আলোচনায় আসে।« (পূর্বের সংবাদ)Shares