Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া এসআই আটক

+100%-

nabi-police

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলনা পিস্তলসহ সবুজ (২৮) নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়াইল ইউনিয়নের মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়।

সবুজ কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার শ্রীপুকুরপাড় এলাকার গুলজার মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, উপজেলার বড়াইল গ্রামের মৃত ওমর ফারুকের মেয়েকে বিগত ২ বছর পূর্বে এই ভুয়া দারুগা সবুজ বিয়ে করে পালিয়ে যায়।বিয়ের পরে তার কোন খোজ খবর না পাওয়ায় গত ছয় মাস পূর্বে ওই মেয়ে তাকে কোর্টে ডিভোর্স দেয়। ওই মেয়ের মাকে সে গত এক মাস পূর্বে ফোন করে জানায় তার পুলিশে চাকরী হয়েছে।

পরে আজ বুধবার বিকেলে এসআই সেজে সবুজ মৃত উমর ফারুকের বাড়িতে ভুয়া ওয়ারেন্ট নিয়ে গিয়ে তার ছেলে জনিকে গ্রেফতারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জনির পরিবারের লোকজন বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে জানান। পরে সবুজের পোশাকে এসআই ব্যাজ না দেখে সন্দেহ হওয়ায় চেয়ারম্যান তাকে আটক করে নবীনগর থানায় নিয়ে আসেন।

ওসি আরো জানান, সবুজ পুলিশের কোনো লোক নয়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।






Shares