Main Menu

Wednesday, September 14th, 2016

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া এসআই আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেলনা পিস্তলসহ সবুজ (২৮) নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বড়াইল ইউনিয়নের মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। সবুজ কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার শ্রীপুকুরপাড় এলাকার গুলজার মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, উপজেলার বড়াইল গ্রামের মৃত ওমর ফারুকের মেয়েকে বিগত ২ বছর পূর্বে এই ভুয়া দারুগা সবুজ বিয়ে করে পালিয়ে যায়।বিয়ের পরে তার কোন খোজ খবর না পাওয়ায় গত ছয় মাস পূর্বে ওই মেয়ে তাকে কোর্টে ডিভোর্স দেয়। ওই মেয়ের মাকে সে গত এক মাস পূর্বে ফোন করেবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিনে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্নহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের সাথে অভিমান করে মোঃ জালাল মিয়া (২০) ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। গত ১৩ ই সেপ্টেম্বর রোজ মঙ্গল বার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । তার পিতার নাম মোঃ বাহার মিয়া। আখাউড়া থানার থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, ঈদের দিনে জালাল তার মায়ের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া করে এবং এর সূত্র ধরেই আত্মহনন করে, সে বেকার ও মাদকাসক্ত ছিলো। এ ঘটনায় আখাউড়া থানায় একটি অপমৃত্যু (unnatural death) মামলা হয়েছে। আজ বুধবার পুলিশ লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে।


নাবালকদের নাশকতার জন্য তৈরি করছে জঙ্গিরা

বিশেষ প্রতিবেদন: একের পর সূত্র বিশ্লেষণ করে চমকে যাচ্ছেন গোয়েন্দারা৷ সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি নাবালকদেরও প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিরা৷ চারদিন আগে ঢাকার আজিমপুরের জঙ্গি ডেরায় বিশেষ অভিযানে ধরা পড়ে তাহরিম কাদরি৷ ১৪ বছরের এই নাবালক সরাসরি ছুরি নিয়ে রক্ষীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল৷ প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের মাটিতে নাশকতার জাল আরও ছড়িয়ে দিতে নাবালকদের ব্যবহার করছে জঙ্গিরা ? গত শনিবার ঢাকার আজিমপুরে জঙ্গি ডেরায় অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট৷ অভিযানের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, রক্ষীদের উপর মহিলা জঙ্গিদের আক্রমণ৷ গুলি পালটা গুলির লড়াইয়ের মাঝে খতম হয় জঙ্গি তানভীর কাদেরি৷ তার সঙ্গেবিস্তারিত


সোমনাথ মন্দির নিয়ে কিছু কথা বা এর ইতিহাস

ডেস্ক ২৪ঃ সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির।এই মন্দিরটি গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত। কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নিমিত হয়। ১৯৪৭ সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারতভুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী কে. এম. মুন্সি।হিন্দু পুরাণ অনুসারে দক্ষবিস্তারিত