Main Menu

নবীনগরে ৯৭ টি পুজা মন্ডপে চলছে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি

+100%-

0815256মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় মোট ৯৭ টি পুজা মন্ডপে আগামী ৬ অক্টোবর শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।সময় ঘনিয়ে আসায় পূজো মন্ডপ গুলিতে চলছে ব্যপক প্রস্তুতি। ২১টি ইউনিয়নের মধ্যে এবারের ৯৭টি পূজা মন্ডপের মধ্যে ১৪টি অধিক ঝুকিপূর্ণ ও ২৬ টি অপেক্ষা কৃত ঝুঁকিপুর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকা অনুযায়ী অধিক ঝুঁকিপুর্ন হিসেবে পৌর শহরের কেন্দ্রিয় কালী বাড়ি মন্দিও, হরিসভা সাহাপাড়া, হরিসভা বর্মন পাড়া, লোকনাথ আশ্রম, ভোলাচং গিরিদারি আখড়া, ইব্রাহিমপুর দাশ পাড়া সাধন দাশের বাড়ি, বাঙ্গরা বাজার সচিন্দ্র সুত্রধর, লাউর ফতেহপুর বনিক পাড়া, মেরকুটা কার্ত্তিক দেবের বাড়ি, নাটঘর ঋষিপাড়া কালী বাড়ি, খৈরালা বৈষ্ণব বাড়ি, সাতমোড়া কালী বাড়ি, মাঝিয়ারা গোপাল শাহ, শ্যামগ্রামে মহেন্দ্র চন্দ্র স্মৃতি সংসদ কে চিহ্নিত করা হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্তভদ্র (বাচ্চু),সহসভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু, সাধারন সম্পাদক এড. বিনয় চক্রবতী,সহ-সাধারন সম্পাদক সঞ্জয় সাহা , সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস ও পুজা উদ্যাপন পরিষদের গন-যোগাযোগ সম্পাদক মিঠু সূত্রধর পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও ওসি ইমতিয়াজ আহ্ম্মেদ পিপিএম এর নিকট চুড়ান্ত তালিকা জমা দেন। গতকাল (০৩/১০) সোমবার সকালে নবীনগর উপজেলা পরিষদে শারদীয় দূর্গোসবের আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।






Shares